তুমি আমার শান বাঁধানো ঘাট
তোমার মাঝে জলকেলিতে মাতি।
তুমি আমার তেপান্তরের মাঠ
যেথায় খেলি দিবস কিবা রাতি।
তুমি আমার জোছনা ঝরা রাত
যখন আমার হৃদয় উদাস থাকে।
তুমি আমার নিঘুম আঁখির পাত
পলক বিহীন বিভোর করে রাখে।
তুমি আমার মন খারাপের ক্ষণ🤯
তোমার ভেতর ডুবসাঁতারে থাকি।
তুমি আমার তেমন আপনজন
যাকে নিয়ে সকল মাখামাখি।
তুমি আমার আবেগ অনুভূতি
যেসব কথা যায় না কভু বলা।
তুমি আমার দুই নয়নের জ্যোতি
যে আলোতে আমার পথ চলা।
তুমি আমার দুই জনমের রাধা
বিবাগী মন যেথায় খোঁজে ঠাঁই।
তোমার ঘাটে নৌকা আমার বাঁধা
ওই জনমেও তোমায় শুধু চাই।
--------++++++---------