সন্তানহারা মা'য়ে জানে শুধু
ছেলে হারানোর শোক।
ব্যথার পাহাড় বুকে চাপা দিয়া
অগোচরে মোছে চোখ।
ব্যথিতের ব্যথা বুঝিবেনা কভু
কেবল ব্যথিত বিনে।
বঞ্চিত ছাড়া কে বুঝিবে বলো
আসহায় দীনহীনে?
বিত্তে যাহারা লভিয়াছে সুখ
কনক শোভিত খাটে,
চিত্তে উহাদের অসহায়- দীনে
অবহেলে দিন কাটে।
আমি তো জানি হারায়েছি কতো
কতটা গিয়াছে খোয়া,
বাহিরের চোখে যায় কিগো দেখা
মন পোড়ানোর ধোঁয়া?
মানিয়া লয়েছি ললাটলিখনি
যাহাকিছু ছিল ভালে,
দৈবদুয়ারে প্রত্যাশা শুধু
পোষে যদি কোন কালে।
-------+++++------