বছর শেষে রোজার মাসে
ব্যবসায়ীদের ধুম,
বুদ্ধি বিবেক এখন সাবেক
বিচার হলো গুম।
কেমন কথা মাথা ব্যথা
নেইতো বুঝি কারো,
সেই সুযোগে সব হুজুগে
চাপছে যেন আরো।
বাজার চড়া ঘাটের মরা
হচ্ছে জনগণ,
চেটেপুটে খাচ্ছে লুটে
আমজনতার ধন।
ধান্দাবাজি দালাল পাজি
ভাঙছে মাথায় বেল,
পড়ছি মারা দেখবে যারা
দিচ্ছে নাকে তেল।
গরিব নিঃস্ব ক্ষুধার বিশ্ব
ফেলছে চোখের জল,
দোহাই লাগে থামাও এবার
মানুষ মারার কল।
------++++---