তোমার সাথে মিল হওয়াটাই
একটা বিরাট ভুল ছিল,
তাই বুঝি ঠিক মাথার উপর
ফাঁসির দড়ি ঝুলছিল।
হাল ফ্যাশন আর ঢংবাজিতে
তোমার অনেক নাম ছিল,
তাইতো তখন প্রেম বাজারে
তোমার অনেক দাম ছিল।
তোমার নেশায় মত্ত হয়ে
হৃদয় যখন দুলছিল,
ঘুণাক্ষরেও পাইনি দিশা
তোমার বিশাল হুল ছিল।
আমি তোমায় গোলাপ দিলাম
তুমি আমায় বিষ দিলে,
একজীবনের সব টুকু সুখ
এক চুমুকেই সব নিলে?
তোমার আমার ভাবের মাঝে
একটা বিরাট ফাঁক ছিল,
তাইতো তোমার প্রেমের নদী
মরুর দিকে বাঁক নিল।।
---------+++++++-----------