চৈত্রের দাবদাহে
ক্ষেত পুড়ে সারা,
গরমের চোটে হায়
যাই বুঝি মারা।
মাঠ ফেটে চৌচির
চারিদিকে খরা,
পানি বিনে হাহাকার
পিপাসিত ধরা।
আকাশের পানে চেয়ে
কাঁদে যেন বন,
পড়ে থাকা পাতাগুলো
বাজে ঝনঝন।
এই মাসে মাঝেমাঝে
তেড়ে আসে ঝড়,
সারসের ছানাগুলো
কাঁপে থরথর।
এ সময়ে আগুনের
শিখা লেলিহান,
পুড়ে করে ছারখার
কেড়ে নেয় প্রাণ।
যদি দেয় আকাশটা
বৃষ্টির বারি,
স্বস্তিটা ফিরে আসে
খুব তারাতাড়ি।
-----+++----