সার্থকতা পাহাড় হলেও
বুকে যদি ঝর্ণা নাচে,
নিরর্থক ওই ফুলের জীবন
ভ্রমর যদি মৌ না যাচে।
হাসনাহেনার জীবন মাটি
গন্ধে যদি ঘুম না পালায়,
গোলাপ হয়েও জনম বৃথা
ঠাঁই না হলে পূজোর থালায়।
পূর্ণি চাঁদের দাম কি বলো
সাগর যদি ঢেউ না তোলে,
ঋতুর রাজা প্রাণ ফিরে পায়
মিষ্টি মধুর আমের বোলে।
আঁধার রাতও স্নিগ্ধ লাগে
জোনাক যদি বিলায় আলো,
জাতের নারী হয় ঘরণী,
বর্ণটা হোক যতই কালো।
চাতক জনম বৃথাই গেল
শুভ্র মেঘের বৃষ্টিবীনে,
বেঁচে থাকায় সুখ কি বলো
মনের মানুষ তোমায়হীনে?
********************