তিস্তার বাম তীরে
লোক ভাসে বন্যায়,
ভেসে যায় ঘরবাড়ি
ভাসে না তো অন্যায়।
জান ভাসে মাল ভাসে
কোথা আজ প্রশাসন?
বাম তীরে বাঁধ নিয়ে
কেন এতো প্রহসন?
আমাদের নদী বলে
জলে ভাসি বারবার
শুকনোতে সুখ নেয়
তিস্তার ওই ধার।
পেটে কেন ভাত নাই
খাটে যারা কামলা?
আজ তারা গেল কই
মন্ত্রী বা আমলা?
করে যারা চাপাবাজী
চেয়ারম্যান মেম্বার,
রিলিফের মাল নিয়ে
খোলে যেন চেম্বার।
রিলিফ তো দেয়া নয়
ছবি দেয়া চ্যানেলে,
নেতাজীরা ঠাঁই পাবে
ফি -বছর প্যানেলে।
কিছু মাল ভাগাভাগি
কিছু থাকে গাড়িতে,
কিছু ত্রাণ গিয়ে ওঠে
নেতাদের বাড়িতে।
চাই নাকো ত্রাণ মাগো
দাবী আজ একটাই,
তিস্তার বাম তীরে
আজ শুধু বাঁধ চাই।
-----+++++-----