আসলে আমি ঠিক বুঝি না
তোর যে কত দাম!
মিথ্যে প্রেমের মূল্য দিতে
বৃথাই ঝরাই ঘাম।
আমার যখন আত্মা ফাটে
দেখবো তোকে বলে,
তখন আমায় ভুলিয়ে রাখিস
নানান কথার ছলে।
বছর ঘুরে যদি কখনও
একটা ছবি চাই,
কসম করে ঠিক বলে দিস
নতুন ছবি নাই।
কোথায় থাকি,খাই না-না খাই
রাখিস না খোঁজ কভু,
পাগলা এ মন তোর ভাবনায়
ব্যস্ত সদাই তবু।
দায়িত্বহীন এমন প্রেমে
আসবে কবে সুখ?
ভাবতে গেলেই দু'চোখ ভিজে
কুঁকড়ে উঠে বুক।
যা নিয়ে যা সুখ গুলো তুই
দুখটা আমার থাক,
আসবো না আর তোর দুয়ারে
চাইতে সুখের ভাগ।
-------++++++-------