তোর কাছ থেকে আমি
যতো বেশি  দূরে  যাই,
আজানা  কি শিহরনে
ততো বেশি পুড়ে যাই।

প্রিয় মুখ ভেবে ভেবে
মধুনিশি   হয়   ভোর,
সব ঘটে  দিবালোকে
সেতো কভু নয় ঘোর।

যতদূরে  থাকি আমি
তবু  যেন  পাশে  রই,
মাখামাখি প্রেম আর
আদরের আশে  রই।

তোর চোখে বিষ মাখা
বুকে  রাখা নিকোটিন,
সুখ - সুখু   অনুভবে
মরি  আমি  প্রতিদিন।

আমিটাকে  দূরে রাখি
যেন   তোর  পর  হই,
তবু  মন   বলে   শুধু
যেন   তোর  বর   হই।