দুখটাকে সুখ ভাবি নেই আর কোন দাবি
তোর সাথে নেই কোন দ্বন্দ্ব।
ফেলে আসা কলরব ভুলে যেতে চাই সব
বেসুরেই খুঁজে নেব ছন্দ।
ভেঙে যদি যায় বুক ফেরাবো না আর মুখ
ভুলে যাবো সব চিরতরে।
মিলনের রাখি-মালা অবিরত দেয় জ্বালা
বোবা স্মৃতি গুম হয়ে মরে।
চলে গিয়ে ভাল থাক পূজোঘরে বাজা' শাঁখ
যত ব্যথা আমি যাবো সয়ে।
এক জামা প্রতিদিন জানি লাগে ঘিনঘিন
সুখে থাক নতুনেরে লয়ে।
নিয়তির মারপ্যাঁচে কার সুখ কে বা যাচে
আপনারে নিয়ে সব ব্যস্ত।
নেই কোন পিছুটান কি বা খরা কি বা বান
ললাটের হাতে সব ন্যস্ত।
-------++±+------