বিজয়ের চেতনা
- ইয়ামিন বসুনিয়া
অন্তরে মোর ঘাঁ দিয়েছে
দামাল ছেলে চলরে চল,
শত্রুসেনা ঐ ঢুকেছে
বইছে দেশে রক্ত ঢ্ল।
মরছে লাখো বাঙালি আজ
সতীত্ব সব করছে লুট,
বৃদ্ধ পিতার হাড় ভেংগেছে
দানব দলের শক্ত বুট।
শহিদ পিতার লাশের পাশে
কাঁদছে শিশু থুবরে মুখ,
অশ্রু তাহার বাড়ায় দ্বিগুণ
বিধবা মায়ের স্বামীর শোক।
প্রতিবেশী চন্দ্রা মাসী
পুত্র শোকে মূর্ছা যায়,
আস্তাকুঁড়ে গলিত লাশ
শেয়াল কুকুর খুবলে খায়।
বোন হল মোর বীরঙ্গনা
শহিদ হলো স্বজন সব,
মস্তকে মোর খুন চেপেছে
শুনতে হবে বিজয় রব।
হানাদারের বাচ্চারা সব
জীবন নিয়ে খেলছে তাস,
গণকবরে আসছে শুধু
জানাজা বিহীন হাজার লাশ।
চিত্ত আমার নিত্য নাচে
করতে হবে যুদ্ধে জয়,
লাগলে আরো রক্ত দেবো
হোকনা আরো প্রাণের ক্ষয়।
শহিদ পিতার লাশের কসম
হে বিধাতা শক্তি দিন,
শুধতে হবে রক্ত দিয়েও
দেশ মাটি মার রক্ত ঋণ।
------------++++++++-----------