খুন চেপেছে মস্তকে হায়
আজকে আমায় রুখবে কে,
মরার নেশায় আজ পেয়েছে
আমায় তোরা বিদায় দে।
জ্বালিয়ে দিল ঘরবাড়ি সব
বুদ্ধিজীবী করলো শেষ,
মা- বোন হলো বীরাঙ্গনা
রক্ত নদে ভাসলো দেশ।
বারুদ পোড়া গন্ধ ভাসে
মাতাল করা পূবাল বায়,
আস্তাকুঁড়ে শেয়াল কুকুর
বেনামী লাশ খুবলে খায়।
বাবা গেছে যুদ্ধে আমার
মায়ের কোলে মরলো ভাই,
জবাব দিতে সব জুলুমের
যুদ্ধ ছাড়া উপায় নাই।
ন'মাস খেলে রক্ত হলি
উঠলো গায়ে বীরেরবেশ,
নিপাত করে পাকবাহিনী
স্বাধীন হলো বাংলাদেশ।
বিজয় আমার রক্তে নাচে
শিরায় শিরায় খুশির বান,
আজকে স্মরি সেই সেনাদের
এ দেশ যাদের রক্তে দান।
--------------------