রুবাই
******
জাতি আজ ভাষাহীন,কথা নেই মুখে
লজ্জায় মরে যাই সীমাহীন দুখে,
মান যায় পথে ঘাটে জান যায় ঘুমে
বেশরম, তবু বলি আছি মহাসুখে।
প্রশাসন কথা দেয় হয়ে বাগদত্তা
তারা আর জনগণ নাকি এক স্বত্বা!
নিজেদের ঘরে আজ সিঁদকাটে চোর,
বড় বেশি অসহায়, নেই নিরাপত্তা।
খুনিদের মাথা'পরে ধরে রাখো ছাতা
দিনেদিনে বেড়ে গেলো হিসাবের খাতা,
তিলেতিলে শোধ হবে দুনিয়ায় ধার,
আজ তাই দিতে হবে নিজেদের মাথা।
প্রশাসন শুনে রাখো খাড়া করে কান,
শেবকের ধ্বজাধরে করে যাও ভান?
পাপে কভু ছাড়ে নাতো, হয় যদি বাপ,
প্রকৃতির প্রতিশোধে দিতে হবে জান।
বিচারক, এজলাসে খেয়ো নাকো গাঁজা,
চুরি করে বেঁচে যায় রাজা-মহারাজা,
বিবেকটা বেঁচে দিলে স্বার্থের কাছে
নিয়তির কাছে পাবে শতভাগ সাজা।