তোমার চলে যাবার দিনে চাঁদটা ছিল কালো,
অধরাতেই হারিয়েছিল ধ্রুবতারার আলো।
আকাশ ছিল মেঘের কোলে,লুকিয়ে ছিল তারা,
অভিমানী গানের কোকিল দেয়নি কোন সাড়া।
যাবার সময় পিছন ফিরে নাড়লে না আর হাত,
গলির মোড়ে অন্ধ ফকির খায়নি সেদিন ভাত।
এক হৃদয়ের একলা আকাশ ঢাকলো কালো মেঘে,
ভাঙলো প্রেমের স্বপ্ন আমার হঠাৎ ঝড়ো বেগে।
যাবার বেলা কাঁদলো অনেক মন মহুয়ার বন,
থমকে দাঁড়ায় নাড়ির গতি,দুর্ভাগা সেই ক্ষণ।
ঝলমলে সেই আকাশটাতে নামলো আঁধার কালো,
মনকাননের জোনাক গুলো আর জ্বালে নি আলো।
যাবার ভেলা ভাসাও যদি জীবন নদীর তীরে,
একজীবনে দু'বার তবে আসলে কেন ফিরে?
নিজের হাতে সব সাজিয়ে ভাঙলে খেলার ছলে,
ভাসুক আমার একটা জীবন না হয় চোখের জলে।
-----------+++++++---------