বেগম রোকেয়া মহীয়সী জন
নারীদের জাগরণে,
শিকল টুটিয়া স্মরণীয় হোন
বাংলার জনমনে।
মহান ধর্মের অপব্যবহার, আর
কুসংস্কার আছে যত,
এ সব তাঁহারে ব্যথিত করিত
বক্ষে করিত ক্ষত।
কে বলে নারী শুধুই অবলা
নেই তার কোন বাড়ি,
অধিকারে সব সমানে সমান
শিখিয়েছে এই নারী।
নারী যে শুধুই নারী নয় জেনো
নারীও মানুষ বটে,
মিছে কেন তারে অবহেলা কর
ফেলে রাখ নদী তটে!
নারী যে জননী,নারী অর্ধাঙ্গীনি
স্নেহের ভগ্নী, জয়া,
তঁহারে সম্মান ইবাদত যেমন
জেহাদ, কাশি বা গয়া।
ওহে কর্ণধার, নারী মুক্তির দ্বারে
তুমি মহীয়সী নারী,
আজ এই ক্ষণে পরম শ্রদ্ধায়
তোমারে স্মরণ করি।
------++++------