মুখে সবাই বাংলা প্রেমিক
বাংলা ভালোবাসি,
ভিনদেশীদের নকল করে
বাংলাকে দেই ফাঁসি।
আধা বাংলা আধা ইংলিশ
এটাই এখন বুলি,
অন্য ভাষায় সাহেব সাজি
নিজেরটা যাই ভুলি।
বোশেখ এলে বটের মূলে
পান্তা ইলিশ খাই,
ফেরার পথে বাংলা ভুলে
হিন্দিতে গান গাই।
স্টার জলসা জি সিনেমায়
দেখায় কি যে চমক,
ঝগড়া বিবাদ পরকীয়ার
নিত্য নিতুন ছবক।
সাজ পোশাকে বিদেশী মেম
বাংলাদেশী নই,
মন মগজে বাংলা ছিল
যাচ্ছে এখন কই?
আসুন সবাই সংস্কৃতিতে
বাংলা ভালোবাসি,
বাংলা মায়ের আঁচল তলে
আবার ফিরে আসি।
----+++++-----