শিশুতোষ ছড়া-৫
*************
কোলা ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ
বারেবারে ডাকছে,
মাথা ঝেড়ে লেজ নেড়ে
কই টাকি ভাগছে।
সরপুঁটি ছোটাছুটি
দেখে বলে আচ্ছা,
ধাপাবাজ তোকে আজ
সাজা দেবো সাচ্চা।
দিল হাঁক একডাক
সাপ এলো মস্ত,
লুফে নিল গিলে খেলো
ব্যাঙটাকে আস্ত।
--------------