বাঁচার লড়াই
- ইয়ামিন বসুনিয়া
***********************
আয়রে দামাল আয়রে কচি
বাঁচার মত এবার বাঁচি।
পেরিয়ে যাব সাগর মলয়
ভেঙে দেব শনির বলয়।
পাতালপুরীর সিংহদ্বারে
হানবো আঘাত মরণ জোরে।
সেথায় গিয়ে দৈত্যরাজের
মটকে দেব ঘাড়,
শুধু আয় না একটিবার।
যে আমাকে শিকল পরায়
হিসেব নেব গণ্ডা-কড়ায়।
তুই শুধু ভাই থাকিস যদি
অত্যাচারীর দূর্গ - গদি,
উড়িয়ে দেব,গুড়িয়ে দেব
সব জুলুমের বদলা নেব।
হোক না পশু,মানুষখেকো
হোক না শক্তিধর,
তবু করবো না তো ডর।
-----++++++-----