তোর সময়ের মূল্য অনেক
আমার সময় ছাই!
তুই সারাদিন ব্যস্ত থাকিস
আমারতো কাজ নাই।
তোর শরীরটাই শরীর শুধু
আমারটা কি-জানি?
তোর গতরে রক্ত শুধু
আমার গুলো পানি।
তোর মনটা সদাই খারাপ
আমার কি মন আছে?
তোর দয়া আর অনুগ্রহে
মোর মত জন বাঁচে।
তুইতো আমার অনেক কিছু
আমি তোর কেউ নই,
তাইতো তোর জেদের কাছে
পরাজিত হই।
তুই ছাড়া মোর জীবন মিছে
সুখের সাথে আড়ি।
দোয়া করিস তোকে ছাড়া
বাঁচতে যেন পারি।।
------++++++-------