শিশুতোষ ছড়া-১২

কে আছো গো দেখে যাও
কোথা থেকে এলো ব্যাঙ
ইয়া বড় লেজ তার
ক'টা মাথা ক'টা ঠ্যাং

খায় না সে পুঁটি মাছ
সাপ খায় আস্তো
মাঝে-মাঝে খায় নাকি
পোলাও আর গোস্তো।

বলে না তো কোনকিছু
ভালোভাবে পড়লে,
মাঝেমাঝে ধরে শুধু
দুষ্টুমি করলে।

যদি চাও কোনভাবে
ব্যাঙ থেকে বাঁচতে,
বই নিয়ে তাড়াতাড়ি
বসে যাও আস্তে।