স্বপ্নের ব্যবচ্ছেদে পুড়ে যায় স্বপ্নেরা,
জমে থাকে শুধু ছাই।
তোমার বিলাসী জীবন ট্রিলিয়ন সুখে ভাসে,
সেখানেতো আমি নাই।
তাই ভাবি মোম হবো,পুড়ে পুড়ে আলো দেবো,
পথ দেখে নিও প্রিয়তমা,
হবো বিভাজ্য নিঃশেষে,তোমার ওই নীল বিষে,
লাশটাকে রেখ শুধু জমা।
তোমার সুখের তরে মরে যাবো বারেবারে,
এ তেমন বেশিকিছু নয়।
সমাধিতে সৌধ গড়ে সুখ নিও বুক ভরে,
ইতিহাস হয়ে যেন রয়।
-------+++++--------