আগলে রেখেছি তোমারে গো প্রিয়া
যুগল ডানার ছায়ে,
বরিষণ কি বা রোদের ঝিলিক
না পড়ে তোমার গায়ে।
না ছোঁয় যেন কখনো তোমারে
কালবোশেখীর ঝড়,
আচানক কোন প্রতিকূল যেন
না করে তোমারে পর।
লুটোপুটি খাবো জোছনার বানে
মায়াবী চাঁদনি রাতে,
ঠোঁটের পরশ বোলাবো যতনে
নিঘুম আঁখির পাতে।
যতোটা আমার প্রেম ভাবাবেগ
তোমাতে দিয়াছি ঢালি,
রকমারি ফুলে সাজাবো তোমারে
হবো সে ফুলের মালি।
তুমি আছ মোর শিরা- ধমনিতে
রক্তের সাথে মিশে,
সাধ্য কি কোন মনসাদেবীর
ক্ষতি করে তার বিষে!
(ইন শা আল্লাহ)
-------++++++-------