যদি ভুল ভেঙে যায়,
তবে ফিরে এসো উর্বশী,
ফিরে এসো ভুলে যাওয়া ঠিকানায়।
সেই চিরচেনা গলিপথ,
বয়সী দেবদারুর পাতা ঝরা এক চিলতে উঠোন।
বাজেয়াপ্ত বাড়িটার নোনাধরা ছাঁদ থেকে
প্রতিনিয়তই আমার তারাখসা স্বপ্নের মতন
খসে পড়ছে পলেস্তার।
শেওলার জবরদখলে শুভ্রতা হারিয়েছে দেয়াল।
ধুলোর আস্তরণে ডুবে আছে জৌলুশহীন
আধভাঙা আসবাব।
আমি আজোবধি সেখানেই পড়ে আছি।
বিদগ্ধ বুকে লালন করি মখমল প্রেম।
অনুভুতির শেকড় পুড়িয়ে উষ্ণতা দেই ক্ষয়ীত
স্মৃতির বর্ণাঢ্য এ্যালবামে।
ঘুণেধরা চৌকাঠের ওপারেই দেখি দুধেল পূর্ণিমা,
দেখি শিরিষের বন,
দেখি অবারিত সবুজের মাঠে স্নিগ্ধ
জোছনার নগ্ন সঙ্গম।
আমি পুলকিত হই,
শিহরিত হয় আপাদমস্তক।
আমি পুনর্জন্ম নিয়ে আবার প্রতীক্ষায় থাকি
তৃষ্ণা কাতর চাতকের অধীরতায়।
তোমার বর্ণালী পাখনার পেলব জড়াবো বলে
হৃদয়ে জমা রাখি ওম ওম অনুভূতি।
তোমার প্রস্থান পথের দিগন্তরেখায় দৃষ্টি
নিবন্ধ আমার।
পাথর চোখের সিক্ততা নিয়ে আজও
প্রতীক্ষিত আমি,
তোমার প্রসস্থ ললাটে দেখার মানসে
জীবনের শেষ সূর্যোদয়।
যদি ভুল ভেঙে যায়,
তবে ফিরে এসো উর্বশী।
ফিরে এসো ভালোবেসে,
সেদিন ষোলকলায় সাজাবো তোমায়,
সুবিন্যস্ত চুল আর শুভ্র উদরের
মোলায়েম ভাঁজে নির্দিধায় নিমগ্ন থাকবে
আমার ক্ষুধার্ত দশটি আঙুল।
জোছনা বিলাসে নির্ঘুম কাটাবো ঝিঁঝিঁডাকা রাত।
একটি দু'টি করে খসে পড়বে তারা,
অদৃশ্য হবে ছায়াপথ।
অবশেষে অবশিষ্ট রবো, "তুমি আর আমি"
অভিন্ন অবয়বে.....