তুই তো ভীষণ বন্ধু প্রিয় নারী
সময় শুধুই তার ভাবনায় কাটে,
আমায় দিলি জনম জনম আড়ি
রাখলি বসে দূরে শ্মশানের ঘাটে।
কালের স্রোতে নামটা গেলি ভুলে
মন হারালি অন্য কারও প্রেমে,
আমি হারাই তোর সে দীঘল চুলে
চোখটা বাঁধা তোর চশমার ফ্রেমে।
তুই তো আছিস অনেক বড় ঘরে
আঁচলে তোর বান্ধা সুখের চাবি,
সব ভুলেছি ভীষণ কষ্টে করে
আজকে আবার এসব কেন ভাবি।
তবুও কোন মন খারাপের রাতে
ভীষণ খারাপ লাগবে যখন তোর,
আমি নাহয় থাকবো সেদিন সাথে
জোছনা মেখে রাত বানবো ভোর।
ফের কখনো আসেই যদি জ্বর
ভীষণ ব্যথা থাকবে যখন গায়ে,
আমায় ডাকিস, হলাম নাহয় পর
যত্নে মালিশ করবো নোটন পায়ে।
প্রেম সোহাগে কাটুক সুখের দিন
মন বেঁধেছিস অন্য বাঁশির সুরে,
আমার নাহয় বাজুক দুখের বীণ
আছি যখন যোজন যোজন দূরে।