হে মানুষ;
আর কতকাল এভাবেই রবে, কখন ভাঙিবে ঘুম?
রবকে দিয়াছো কতকথা তুমি, ভুলে গেছো বেমালুম?
তাঁর ইবাদতে মত্ত রহিতে সৃজন জ্বীন- ইনসানে,
প্রতিটি কাজের হিসাব নেবেন শেষ বিচারের দিনে।
বিচারের দিন কতটা কঠিন কিছু কথা যাই বলি,
মাথার উপরে সূর্যের তাপে মগজ পড়িবে গলি।
উলঙ্গ সব নর-নারী যতো সাঁতার কাটিবে ঘামে,
বেহুঁশ থাকিবে, আমলনামা ডানে যায় নাকি বামে!
মাতাপিতা তার পোষ্য ভুলিবে ভাইকে ভুলিবে ভাই,
অসহায় রবে রাজা-মহারাজা, সুপারিশে কেহ নাই।
দূরে সরে যাবে যতো প্রিয়জন, স্ত্রীকে ছেড়ে স্বামী,
হায়াত কালের সৎকাজটুকু সেইদিন হবে দামি।
সেদিনের সেই বিভীষিকা ক্ষণে ধূলায় লুটাবে সব,
আরশ মহলে আসীন রবেন শুধু সে মহান রব।
হাশরের মাঠে সকলের তরে পাঁচটি প্রশ্ন হবে,
জবাব তাহার শতভাগ দিয়ে কদম উঠাবে তবে।
"জীবন দিয়াছি এতোটা বছর, কী করেছ তুই কাজ?
যৌবন কালে কি করেছো তুমি, জবাবদিহিতা আজ।
কী পথে তোমার রোজগার ছিল উড়ায়েছ কোথা গিয়ে?
বিবেক বুদ্ধি এলেম দিয়েছি, কি করেছো সেটা দিয়ে"?
উদার বক্ষে প্রত্যাশা রাখো স্বর্গ লভিবে জানি,
প্রশ্নপত্র প্রকাশিত সব, প্রস্তুতি কতখানি?
ওহে প্রিয়জন, সকলের তরে করজোড় করে বলি,
চলো জীবনের বাকিটা সময় ধর্মের পথে চলি।
-------+++++-------