স্বাগত হে বৈশাখ
- ইয়ামিন বসুনিয়া
*********************
মসজিদে ভাসে আজানের ধ্বনি
মন্দিরে বাজে শাঁখ,
বছর ঘুরিয়া বাঙালির দ্বারে
এলো বুঝি বৈশাখ।
নব বরষেরে বরণের লাগি
ধর্ম - বর্ণ ভুলি,
ভুলি ভেদাভেদ সবে মিলে করি
আনন্দে কোলাকুলি।
বৈশাখ মানে বটমূলে বসি
শুধু কি পান্তা খাওয়া,
পিছন হইতে ভিন সংস্কৃতি
সদাই করিছে ধাওয়া।
বাঙালির জাত ভুলিতে বসিছে
মৌলিক বাঙালিআনা,
ভিনদেশি রীতির অপসংস্কৃতি
সকলে করিছে কানা।
হৃদয়ের মাঝে যত গ্লানি সব
কি লাভ রাখিয়া জমা,
নতুন বছরে উদার চিত্তে
দাও না করিয়া ক্ষমা।
মঙ্গল আলোয় আলোকিত হোক
সবার আঁধার ঘর,
আপন করিয়া কোলে তুলে নাও
করেছিলে যারে পর।
নতুন বছরে এসো সবে মিলে
ভুলে যাই বিদ্বেষ,
ছাড়ি হানাহানি এ শপথ করি
গড়িব সোনার দেশ।
--------+++++---------