ছড়াক্কা-১
আষাঢ়ের বৃষ্টিটা ঝরছে তো ঝরছেই;
জল পড়ে ঝরঝর
পাতা কাঁপে থরথর
কদমের সুষমায়
তনু-মন ভরে যায়
তোমারেই শুধু মনে পড়ছে তো পড়ছেই।
ছড়াক্কা-২
********
বিরহী এ ক্ষণে প্রিয় আশেপাশে কেউ নেই;
রাশিরাশি কালো মেঘ
বাতাসের ঝড়ো বেগ
নদী নালা ভরা বান
মাঝিদের মুখে গান
হৃদয়ের আরশিতে মনে পড়ে তোমাকেই।