তুমি বুঝি সেই
তুমি ছাড়া কেউ নেই,
ধূ ধূ মরুভূমি।
ঘুমে-জাগরণে
যাকে দেখি প্রতিক্ষণে,
তুমি শুধু তুমি।
ভাবনায়-কাজে
যার কথা কানে বাজে,
তুমি সেই প্রিয়া।
একা-নিরালায়
ভাবনা বা হতাশায়,
আশাজাগানিয়া।
এভাবেই রবে
ওম ওম অনুভবে,
রক্তে রন্ধ্রে শিরায়।
ভালোবাসা নিও
পারো যদি সুখ দিও,
আমার মর্ম পিড়ায়।
----++++----