আশাহত ভালোবাসা
- ইয়ামিন বসুনিয়া
*************************
অনুভবে ক্লান্তিতে
অবসাদে ভ্রান্তিতে
আজ শুধু তোর বিচরণ।
কাছে এসে দূরে যাস
জানি না কি সুখ পাস
বুঝি না এ কোন আচরণ।
নেই যদি চাওয়া পাওয়া
কেন তবে আসা যাওয়া
কেন থাকে মন উচাটন?
স্বপ্নেরা পোড়ে কেন
আমি খড়কুটো যেন
দ্রোহানলে পোড়ে মধুবন।
খেয়া ভাসে মায়া রাতে
ঘুমহীনা আঁখি পাতে
ছেঁড়া পাল তবু দাঁড় টানি।
আশাহীন ভাষা যত
ভীড় করে অবিরত
ভরা স্রোতে ভাসে তরীখানি।
অভিনয়ে ভালোবেসে
অজ্ঞাতে অবশেষে
সিঁদকাটে চেনা মনচোর।
নিঃশব্দে নিঃস্বর্গ কাঁদে
ছেঁড়া তারে সুর সাধে
রাত শেষে আসেনাতো ভোর।
----------++++++--------