নারী  শিশু  ধর্ষণে
দেশ আজ সয়লাব,
ধর্ষক   ধরা   পরে
কেসে করে জয়লাভ।

মানুষ তো নয় তারা
জানোয়ার   হায়েনা,
শকুনের চোখ থেকে
কেউ  ক্ষমা পায় না।

নিরাপদ  নয়  নারী
ঘরে কি বা যাত্রায়।
ধর্ষণ    মহামারি,
আজ  অতিমাত্রায়।

লালসার বলি হয়ে
মরে   দেবশিশুরা,
সম্ভ্রম  লুটে  নিয়ে
নাচে    নরপশুরা।

ধর্ষণ   শেষে  তারা
করে  মোজ-মাস্তি
প্রকাশ্য দিবালোকে
ধরে   দাও  শাস্তি।

অসহায়  যেন  আজ
আইন কিবা সরকার,
আলোকিত বিবেকের
আজ  বড়  দরকার।

ধর্ষিতা মা বোনেরে
দিও নাকো অপবাদ,
ধর্ষণ   প্রতিরোধে
চলো করি প্রতিবাদ।
-----++++-----