আমার ভীষণ ইচ্ছে করে
তোর আকাশের চাঁদ হবো,
তোর জীবনে জলোচ্ছ্বাসে
পাহাড় সমান বাঁধ হবো।
কালবোশেখী তুমুল ঝড়ে
ঈশান কোণের গাছ হবো,
ঝড় ঝঞ্ঝার দমকা হাওয়া
জীবন দিয়েও সব সবো।
তৃষ্ণা কাতর চৈত্র মাসে
তোর গ্লাসের জল হবো,
জমআঁধারী ভয়ের রাতে
শক্তি সাহস বল হবো।
বঁধুর সাজে কানের লতে
ঝুমকো জবার দুল হবো,
মেঘের মতো দীঘল চুলে
বেণীর ডগায় ফুল হবো।
গোলাপ রাঙা নিটল গালে
তারার মতোন তিল হবো,
নয়তো জোড়া হরিণচোখে
আস্তো দু'টো ঝিল হবো।
থাকতে ছুঁয়ে জনম জনমে
স্বর্গ সুখের ঘর হবো,
রাখবো করে এমন আপন
আর না কভু পর হবো।