সামর্থ্য মোর থাকতো যদি
সোনার জামা পরায়ে,
সাথে নিয়ে রোজ বেরুতাম
পাল্কিটাতে চড়ায়ে।
উকুনের ভয়ে রাখিনা মাথায়
পিপড়ার ভয়ে মাটিতে,
তাইতো অবরুদ্ধ করে
রাখি হৃদয় ঘাঁটিতে।
সাপ,বিচ্চু, হায়না গুলো
ঘুরছে দলে দলে,
বে-খেয়ালী কোন সুযোগে
না খায় তোমায় গিলে।
তোমার ভালো চাইতে গিয়ে
হলাম অপরাধী,
কেমন করে করবো প্রমাণ
সেই ভাবনায় কাঁদি।
উপকারীর ছাল থাকেন
গুনি জনে কয়,
তোমার আপন চিনতে পাবে
সেদিন দূরে নয়।।
-------+++++---------