মাঝে মাঝে  মনে হয়
একছুটে কাছে আসি,
হৃদয়ের  দোরে  বসে
খুব করে ভালোবাসি।

আকাশের গায়ে রবে
মিটিমিটি  তারা দ্বীপ,
ছুয়ে  দেবো অনুভবে
কপালের কালো টিপ।

মনে বলে ছুঁয়ে দেবো
কানের ঐ সোনা দুল,
ফুৎকারে দোলা দেবো
কপালের ঝোলা চুল।

কাছে থেকে খুব করে
ঘষে দেবো নাকে নাক,
শুনবো না কোন কথা
পাশে কেউ থাকে থাক।

অপলক দেখে যাবো
সাগরের মতো চোখ।
নেই   কোন  ফুরসত
যা বলুক পাছে লোক।

অনামিকা  ধরে রবো
হয়ে যাক  রাত ভোর,
কিয়ামত   হলে হোক
ভাঙবে না এই জোড়।