অনিয়মটা করিস কেন বল?
কষ্ট দেয়ার নতুন কোন ছল?
নাস্তা খেতে ক'টা বাজে তোর?
রাতের ওষুধ খেতে করিস ভোর।
অফিস খাওয়া অন্যকিছু যতো
বললে বলিস, চলছে সময় মতো।
মিথ্যে বলে দিস কেন রে ফাঁকি?
চোখ দু'টো তো তোর উপরেই রাখি।
তুই করলে এমন যদি কিছু হয়
এখন আমার সেটাই শুধু ভয়।
ভাবলে এ সব হার্টবিট যায় বেড়ে।
সুখটা আমার নিস না শুধু কেড়ে।
কখোনও ফের করিস যদি ভুল,
আসলে এবার রাখবো না তোর চুল।
শাসন আমার দেখিস নি তো কভু!
যতোই বোঝাস বুঝবো নাকো তবু।
লক্ষ্মীসোনা;
এবার কিন্তু কেয়ার নিবি খুব,
দেখবি তবে থাকবো আমি চুপ।
তুই তো আমার মাথা গোঁজার ঠাঁই।
তুই বিহনে আর তো কেহ নাই।
শেষ অবধি রাখিস শুধু বুকে,
মরলে যেন মরতে পারি সুখে।
--------++++++-------