তোর শহরে নিয়ন আলো
তারার মতো জ্বলে,
আমার গাঁয়ে আঁধার কালো
ভিন্ন কথা বলে।
তোর বাগানে সদাই ফাগুন
ফুটছে নানান ফুল,
চৈতি হাওয়ায় আমার গাছে
শুকিয়ে গেলে মূল।
তোর আকাশে রাঙা সুরুজ
প্রভাত ডাকে ভোরে,
মোর আকাশের গ্রহ গুলো
উল্টো পথে ঘোরে।
তোর সাগরের নিটোল জলে
ঊর্মি খেলা করে,
অশান্ত আজ আমার সাগর
সর্বনাশা ঝড়ে।
তোর তো শুধু জয়ের খবর
আমার আছে ক্ষয়,
বলতে পারিস এখন আমার
এমন কেন হয়?
-----+++-----