হচ্ছে কী সব রাস্তা ঘাটে
যাচ্ছে কোথা দেশটা আজ?
এ সব কথা ভাবছি যখন
মাথায় ভেঙে পড়ছে বাজ।
আজকে কোথায় মানবতা
কোথায় তাদের শিষ্টাচার?
অসভ্যদের লাঠির ডগায়
গরিব-দুঃখী খাচ্ছে মার।
ভ্যানগাড়ি বা রিক্সা চালক
বুঝিস কী তাঁর ঘামের দাম?
পেটের ক্ষুধায় কানছে যারা
তুললি তাঁদের পিঠের চাম?
দেশটা স্বাধীন করলো যারা
হাতের মুঠোয় রাখলো জান,
স্বাধীন দেশের আমলা হয়ে
সেই জনতায় ধরাস কান?
মানবে কী সে নিয়ম-নীতি
ক্ষুধায় যখন পুড়ছে পেট,
যার তেলে তোর চলছে গাড়ি
রাজপ্রাসাদে বিশাল গেট।
"করোনা"তো তোরচে' ভালো
জান কেড়ে নেয়, নেয় না মান,
পিশাচরে তুই মানুষরূপে
ভদ্র সাজার করিস ভান।
ডাণ্ডাবাজি করার আগে
তাঁদের খাবার জোগাড় কর,
দেখবি তখন আমজনতা
আপনা থেকেই ঢুকবে ঘর।
------++++++-------