মেঘের তলে বাড়লো অনেক বেলা,
এখোনও তার শেষ হলো না খেলা।
বান্ধবীদের পেলেই বাজি মাত,
হোক না বেলা দিন গড়িয়ে রাত।
কার কথা আর! আমার ছোটনসোনা,
স্বপ্ন মোদের যার চোখেতে বোনা।
ফুল বাগানের ফুটন্ত এক কলি,
আজকে না হয় তার কথাটাই বলি।
ঘণ্টাখানেকে ডাকলে ভোরে জাগে,
আপুর সাথে কারণ ছাড়াই লাগে।
বাহিরে গেলে নেয় না কভু সাজ,
পড়ার থেকে ভাল্লাগে তার কাজ।
মাঝেমাঝে মায়ের সাথেও লাগে,
দৌড়ে তাকে ধরতে গেলেই ভাগে।
বাবা যদি ফেলছে কভু ফাঁদে,
ছিঁচকাদুনে, সেই ফুপিয়ে কাঁদে।
পড়ার ফাঁকেই টি ভি দেখার ছল,
বললে কিছু, গড়ায় চোখের জল।
মা যদি কয়, " বন্ধ করো টি ভি",
অমনি করে মুখটা মাটির ঢিবি।
ভীষণ সাহস, ডরায় শুধু মোষে,
কাতর শুধু একটু ঘুমের দোষে।
পড়লে নামাজ একলা একা রুমে,
সিজদা দিতেই লুটিয়ে পড়ে ঘুমে।
এই দুনিয়ার সবাই হলো জিরো,
তার চোখে তার বাবাই সুপার হিরো।
থাকলে বাবা ছোঁয় না কভু দুখ্,
বাবার বুকেই স্বর্গ পাওয়ার সুখ।
একটু শীতেই থাকবে জড়োসড়ো,
মানুষ ছোট, মনটা অনেক বড়।
তেমন কিছু নেইতো চাওয়া-পাওয়া,
পড়তে বসে একটু পরেই হাওয়া।
দুইশ্রেণীতে জিতলো ছোটনসোনা,
(PSC, JSC)
বিদ্যালয়ে পেলো সম্মাননা।
মেয়েটা আমার মোটেও মন্দ নয়,
দোয়া করুন, মানুষ যেন হয়।
--------+++++-------