তোমায় অনেক ভালোবাসি, অষ্ট প্রহর অহর নিশি,
হৃদয়ের বন্দরে,
মনের কোণে আগলে রাখি,সুখের আবির অঙ্গে মাখি,
বাহির ও অন্দরে।
অনুভূতির দুয়ার খুলি, সব কালিমা আঁধার ভুলি,
তোমায় ভালোবাসি,
তোমায় নিয়ে কাব্য লিখি, তোমার চোখে স্বপ্ন দেখি,
নিত্য রাশিরাশি।
তোমায় দেখি মায়ের মত, আপদ বিপদ আসুক শত,
আসুক যতই ঝড়।
রাখবো তোমায় মাথায় করে, বাসবো ভালো হৃদয় জুড়ে,
করবো না তো পর।
স্বপ্ন তুমি শিশুর চোখে, দাওয়ায় বসা দাদির মুখে,
গল্প যে রূপকথা।
এই বাংলার উদার ভুমি, লাল সবুজের পতাকা তুমি,
আমার স্বাধীনতা।
--------------++++++++++---------------