তুমি;
তুমি আমার শান্ত ঝিলে উড়ন্ত গাঙচিল,
তুমি আমার বুকের মাঝে নীল আকাশের নীল।
তুমি আমার সাগর বেলায় উথাল পাথাল ঢেউ,
তুমি শরীর শিউরে ওঠা মনের মতো কেউ।
তুমি;
তুমি আমার বিরান ক্ষেতে চটুল ঝর্ণাধারা,
তুমি আমার গগন কোণে একটা ধ্রুব তারা।
তুমি আমার স্বপ্ন বিলাস জোছনা ঝরা রাতে,
তুমি আমার সুখনিদ্রা নিঘুম আঁখির পাতে।
তুমি;
তুমি আমার হৃদ্ কাননে সদ্য ফোটা ফুল,
তুমি প্রবল স্রোতের মাঝে হারিয়ে ফেলা কূল।
তুমি দারুণ খরার কালে ধবল মেঘের জল,
তুমি আমার ঘোর আঁধারে শক্তি সাহস বল।
তুমি;
তুমি আমার সুখসাগরে ছন্দে মাতাল ঢেউ,
তুমি আমার হও কতো কি আর জানে না কেউ।
তুমি চরম অশান্তিতে শান্তি সুখের বান,
তুমি আমার একজীবনে খোদ বিধাতার দান।
-----------+++++++------