"জানু"তোমায় এমন করে
পরছে কেন মনে,
জানি তুমি সুখ নিদ্রায়
অন্য কারো সণে।
স্বপ্ন ছিল বাঁধব দুজন
ছোট্ট সুখের নীড়,
নাব্য নদী হঠাৎ করেই
ভাংল কেন তীর।
নাহয় আমি গরীব ছিলাম
নেইকো টাকার পাহাড়,
থাকতে যদি আমার সণে
জুটতো না কি আহার?
করতে খুশী বোন দুলাভাই
স্বার্থপরের মত,
মারলে ছুড়ি আমার বুকে
করলে দারুণ ক্ষত।
আজকে তোমার বাঁজছে শানাই
আমার মরণ বীণ,
কাম্য কারোর জীবনে আর
না আসে এই দিন।
হওনা তুমি অন্য কারো
হোকনা বছর শত,
তবুও তোমায় ভালবাসি
তেমনি আগের মত।।
------------+++++++++---------