চুলের মেঘে
দারুণ বেগে
মন ভেসে যায় পথ ভোলা।
ঠোঁটের তিলে
মনের ঝিলে
আজ সে দিলো খুব দোলা।
শ্যামল কায়া
মাতাল মায়া
মন কেড়ে নেয় কোন বাণে?
মায়ার হাসি
পরায় ফাঁসি
হ্যাচকা জোড়ে খুব টানে।
উনিশ কুড়ি
কাঁচের চুড়ি
শান্ত নদে ঢেউ তোলে।
চোখের কোণে
স্বপ্ন বোনে
গোলাপ গালের ঐ টোলে।
আজকে রাতে
আঁখির পাতে
বসলো মায়ার সেই নারী?
স্বপ্নে এসে
পরীর বেশে
খুব সে নিলো ঘুম কাড়ি।
------+++++------