আকুতি
- ইয়ামিন বসুনিয়া
***************************
ওহে মহীয়সী!
মোর তমসায় তুমি যেন শশী
ঘুচালে আঁধার মোর,
প্রেম ডোরে বাঁধি কত সুর সাধি
আঁধার করেছ ভোর।
কভু প্রেম দিয়া জয় করি হিয়া
জড়ায়ে নিয়াছ বুকে,
কভু ঢালি ঘৃণা অপরাধ হীনা
ভাসায়ে দিয়াছ দুখে।
তুমি যতো মোরে দূর দূর করে
তাড়ায়ে দিয়েছ দূরে,
মোর প্রেম ততো হয়ে ঘনীভূত
এসেছে তোমারই দ্বারে।
হে প্রেয়সী মোরে তুমি বারে বারে
নিন্দিত করেছ যতো,
মন মন্দিরে মম সে প্রতিমা সম
নন্দিত হয়েছ ততো।
ওগো অনুপমা তব দ্বারে জমা
অনুরাগ প্রীতি যতো,
হাতে হাত রাখি আঁখি পাণে আঁখি
প্রশমিত কর ক্ষত।
দিয়ে মিছে আশা ভুল ভালোবাসা
কাড়িয়া নিয়াছ সবই,
দিয়ে শত দুখ ভেঙে মোর বুক
আমারে গড়েছ কবি।
সুখে কি'বা দুখে চাপা দিয়া বুকে
অতীত করেছি দিন,
ওগো প্রিয়তমা করো মোরে ক্ষমা
কি দিয়া শুধিব ঋণ?
------------++++++------------