আপন আছিস, থাকবি তুই
ওলট-পালট হোক না ভুঁই।
ভুঁইপোকারা খুড়ুক জমি,
মনটাকে তোর করবো মমি।
রাখবো তোকে হৃদয় খুঁড়ে
থাক না যোজন যোজন দূরে।
রাখুক হাজার জলের তলে
ছুঁইবো ঠিকই মন্ত্র বলে।
ডাক পাঠাবো দখিন বায়ে
নুনের ছিটা দিক না গায়ে।
দিক না যতই বিষের জ্বালা
থাকবি হয়ে সুখের মালা।
তোর মায়াবী ঠোঁটের কোণে
উদাস এ মন স্বপ্ন বোনে।
তোর পরাণের নিটোল মায়া
প্রশান্তির এক অশথ ছায়া।
তালার উপর মোহোর গালা
ভাঙবে কে সেই বদ্ধ তালা?
অক্ষত সেই মনের দ্বারে
হানুক আঘাত হাজারবারে।
দু'চোখ যেমন নয়কো দূরে
তেমন আছিস অন্তঃপুরে,
হোক না নিযুত বছর গত
থাকবি ঠিকই আগের মতো।