এখন আমি আমার মতো,
অন্য কারো ধার ধারি না।
চালবাজি আর অবহেলা
সইতে মোটে আর পারিনা।
স্বপ্ন দেখে ঘুমের ঘোরে
এখন আমি আর কাঁদি না,
সুখবিলাসের মিথ্যে আশায়
বালুর চরে ঘর বাঁধি না।
এখন আমি বেজায় স্বাধীন
ইচ্ছে হলেই হৃদয় পুড়ি,
শান্তনা পাই বুকের ভেতর
নইতো কারো শখের ঘুড়ি।
সবটা আমার ললাটলিখন
দোষ ধরি না অন্য কারো,
ভুলটা ছিল ছোট্ট বেলার
বয়স যখন দশ কি বারো
বঞ্চিত হায় সঞ্চিত সুখ
একজীবনের ভাঙাগড়ায়,
থাকবো নাহয় যোজন দূরে
ঋণ শোধাবো গণ্ডা-কড়ায়।
-------+++++-------