কাজলা দিঘির আঁজলা ভরা জল
জল করে টলমল
এক মায়াবীর ছল,
জলের উপর পড়লো যখন ছায়া
এক মানবীর কায়া
অন্যরকম মায়া।
নিটল জলে ভাসলো যে তার ছবি
পুব গগনের রবি
ভুলেই গেলাম সবই,
মানবী নয়, যেমন আকাশ পরী
আসমানী অপ্সরী
রূপ যে আহামরি।
বসলো গিয়ে শাপলা ফুলের 'পরে
খানিক নড়ে-সড়ে
ডানাতে ভর করে,
জলগুলো তার ছোঁয়ায় হলো লাল
দেখেই বেসামাল
টোলপড়া তার গাল।
দিনের শেষে আসলো যখন রাত
ছাড়লো না সে সাথ্
করলো বাজি মাত,
গভীর রাতে ছিলাম মায়ার ধুমে
আমার ললাট চুমে
বাস্তবে নয়, ঘুমে।
-----+++-----