অধিক ভালোবাসি বলে
ভুল বুঝনা প্রিয়।
না দাও যদি ভালোবাসা
দুঃখ টুকুই দিও।
হৃদয় ভরে রাখবো বলে
তোমার দেয়া দুখ,
সেখান থেকেই না হয় নেব
এক চিমটি সুখ।
জানি তোমার অনেক আছে
আমার শুধু তুমি,
তাইতো তুমি আমার কাছে
হীরের চেয়েও দামী।
চাতক দু'চোখ চেয়ে থাকি
তোমায় দেখার জন্য,
তাইতো তুমি আমায় ভাবো
সস্তা কোন পণ্য।
প্রেম বেসাতির এমন যুগে
আসল চেনা দায়,
না যাও যদি ওই পাড়েতে
উঠলে কেন না'য়।
একদিন তুমি খুঁজবে আমায়
করুণ ভেজা চোখে,
সেই দিন আমি থাকবো প্রিয়
পাতাল পরলোকে।
------+++++++------