আহাজারি
-ইয়ামিন বসুনিয়া
****************************
আমার মাঝে সুপ্ত আমি,অবলীলায় দিবসযামী
যুগ হয়ে যায় গত,
হঠাৎ কেন মনের মাঝে,দিচ্ছে উঁকি সকাল সাঁঝে
সেই পুরাতন ক্ষত।
কথা ছিল আমার হবি,দুই জনমেই আমার রবি
রাখবি আমায় মহা সুখে,
নিত্য মুখে মধুর হাসি,আমায় দিয়ে করুণ ফাঁসি
উষ্ণতা দিস অন্য বুকে।
প্রেম যা ছিল সবই নকল,ভুলতে তবু পাচ্ছি ধকল
খাচ্ছি বিষম প্রতিক্ষণে।
করছি জোগাড় প্রমাণ সকল,করবো এবার জবরদখল
মনটা যে তোর আনবো টেনে।
পা দুখানায় বাঁধতে বেড়ি,করবো নাকো একটু দেরি
গাড়ব খুঁটি মনের ঘরে।
দেখবো এবার নিকট থেকে,ভ্রষ্ট ফুলের পরাগ মেখে
কেমন করে রাখিস দূরে।
করতে দখল ওয়াদা দিলাম,বাপের ভিটা করবো নিলাম
জানটা শুধু রাখবো বাকি।
তোর হৃদয়ে ঘর বানাবো,আমজনতায় সব জানাবো
কেমনে করিস চতুর ফাঁকি।
হাজার বছর বাঁচার আশায়,শরীর নিয়ে খেলার নেশায়
মাইরি তোকে চাইনি আমি,
রাজ্য কিবা রাজা হবো,নয়তো গোটা দুনিয়া পাবো
তার থেকে তোর মনটা দামি।
বুকের খাঁচার একটু বামে,মোর জীবনের সমান দামে
সাড়ে তিন হাত জায়গা রাখিস,
প্রেম বেসাতির এই বাজারে,অমূল্য তোর বুক মাজারে
লাশটা আমার যদি ঢাকিস!
না থাক শরীর মন তো আছে,সুখ নেবো সেই মরার মাঝে
থাকিস যদি আমায় নিয়ে,
রোজ হাসরের বিচার দিনে,তোকে না হয় লইব কিনে
জীবদ্দশার পূণ্য দিয়ে।।
-----------------++++++-----------------