আয়রে তোরা দেখবি যদি খোদার নিয়ামত,
থমকে যাবে চোখের পলক, যুক্তি হবে বৎ।
তিনি রহিম ও রহমান
তিনি আজিম ও সুবহান
দুই জাহানে চলছে যাঁহার একক হুকুমমত।
দিনর মাঝে রাতকে লুকান, রাতের মাঝে দিন
ইবাদতের জন্য গড়েন মানুষ এনং জ্বীন,
তিনি জলিল ও জব্বার
তিনি হাকিম ও কহ্হার
কেউ পাবে না মুক্তি সেদিন তাঁর করুণাহীন।
রসুল(সাঃ) বলেন থাকতে হবে রবের অনুগত
তাঁর খুশিতেই থাকবে সদা সেজদা অবনত।
তিনি অসীম দয়াবান
গাও তাঁহার গুনগান
দুই জাহানেই মিলবে তবে রহম অবিরত।
"মানুষ"
নুত্ফা থেকে তৈরি তুমি,কিসের দেখাও জোর?
এক পা তোমার কবরদেশে তাও কাটে বা ঘোর?
এবার মন্দ-ভালো যাচো
খানিক মানুষ হয়ে বাঁচো
হতেও পারে এই রাতিটাই আর হবে না ভোর!
---------+++++++-------