শীতের দিনে, শীতের দিনে,
গা ঝিম ঝিম করে,
শিশুরা সব দৌড়াতে চাই,
শিশির ভেজা ঘাসে।
সূর্য্যি মামা সবার সাথে,
এমনি খেলায় মেতে উঠে,
লুকোচুরিতে।

সবকিছুকে উপেক্ষা করে,
কৃষকেরা সব বেরিয়ে পড়ে
অনেক আশা নিয়ে।
আবার তারা বন্দনা গায়,
"আহ, কি সুবাস ছড়ায়!
পিঠা পুলির নতুন মেলায়।
নানির হাতে তৈরি সে যে,
তা কি ভোলা যায়?"