তাকে দেখার এক
আকাশ পরিমাণ ইচ্ছা,
যা হার মানায়
আছে যত প্রতীক্ষা।
তবুও হয় না তার শিক্ষা,
আমার সব চাওয়া মিথ্যা?

তবু হৃদয়ে থাকে আশা,
তারে পাবো।
আসবে সে একদিন,
কহে এ মনটা।
চাঁদের আলোয় জেগে থাকা,
না হয় যেন এ সাধনা মোর বৃথা ।